চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়।
বহিষ্কৃত দুজনের একজন নাজিরহাট কলেজের এবং অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী। দুজনই মানবিক বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। একইদিন ১ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বোর্ডের মোট ১১৫টি কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৩ জন। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারসহ মোট ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী। এছাড়া মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।
এমডিআইএইচ/এমআইএইচএস