চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন টিকলো বিএনপি-জামায়াত প্রার্থীর, বাতিল ২

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বাতিল দুজন প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা। জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন দাখিল করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জিএম কাদেরের সাক্ষরিত প্রার্থীকে দলীয় প্রার্থী হবেন বলে জানানো হয়। রুহুল আমিনের সাক্ষরিত মনোনয়ন দেয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপী ও ১ শতাংশ প্রদত্ত সাক্ষরের মধ্যে দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ জনই ভোটারই সাক্ষরের বিষয়টি অস্বীকার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন দ্বৈত নাগরিক উল্লেখ করেছেন। কিন্তু আম

চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন টিকলো বিএনপি-জামায়াত প্রার্থীর, বাতিল ২

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি এবং জামায়াতের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বাতিল দুজন প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা। জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালাম এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন দাখিল করেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জিএম কাদেরের সাক্ষরিত প্রার্থীকে দলীয় প্রার্থী হবেন বলে জানানো হয়। রুহুল আমিনের সাক্ষরিত মনোনয়ন দেয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপী ও ১ শতাংশ প্রদত্ত সাক্ষরের মধ্যে দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করা ১০ জনই ভোটারই সাক্ষরের বিষয়টি অস্বীকার করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন দ্বৈত নাগরিক উল্লেখ করেছেন। কিন্তু আমেরিকান গ্রিনকার্ড দাখিল করেননি। সর্বশেষ ভ্রমণের তথ্যসহ বিকাল ৪টার পর্যন্ত সময় দেয়া হয়েছে। অন্যথায় মনোনয়ন বাতিল বলে গণ্য হতে পারে।

বৈধ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোস্তফা কামাল পাশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দিন।

জেল প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আচরণ বিধি লঙ্ঘন হলে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আন্তর্জাতিক মহলে আমরা দেখিয়ে দিতে চাই আমরাও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারি। সকল প্রার্থীদের প্রতি অনুরোধ থাকবে নির্বাচনের শেষ পর্যন্ত যেন তারা আচরণ বিধি মেনে চলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-৩ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow