চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান

3 months ago 10

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। তবে বিলবোর্ডের মালিক পক্ষ একদিনের সময় চাইলে তাদের সে সময় দেওয়াও হয়।

রোববার (১৮ মে) সকালে নগরীর জিইসি মোড়ে অবস্থিত সেন্ট্রাল প্লাজা নামক মার্কেটে এ অভিযান চালানো হয়। মার্কেটটির উপরে ও পাশে বেশ কয়েকটি অবৈধ বিলবোর্ড রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা কালবেলাকে বলেন, সেন্ট্রাল প্লাজায় ৫-৬টি অবৈধ বিলবোর্ড রয়েছে। আমরা সেগুলো অপসারণে মালিকপক্ষকে নোটিশ দিয়েছি। সেই অনুযায়ী তারা অপসারণ না করায় আমরা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছি। 

তিনি বলেন, অভিযানের সময় মালিকপক্ষ অপসারণে একদিনের সময় চেয়েছে। আমরাও সেই সময় দিয়েছি। পরে অপসারণ না করলে আমরা উচ্ছেদ করব।

Read Entire Article