চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ৭০ কেজি গাঁজা, ২০০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- আরিফ হোসেন (২৫), তৌহিদুল ইসলাম (৫০), পেয়ার আহম্মেদ (৫৫), ওমর ফারুক (২৯) ও হারুন (৪৪)।
মঙ্গলবার (৫ নভেম্বর) এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি গাড়িও জব্দ করা হয়। র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে হয়, একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে। মাইক্রোবাসটি জব্দ ও গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
অপরদিকে, সীতাকুণ্ডের কেএসআরএম কবির অক্সিজেন লিমিটেডের সামনে একটি কাভার্ডভ্যান থেকে ১৯৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এসময় দুজনকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
এএজেড/এমএএইচ/এমএস