চট্টগ্রামে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড

3 months ago 49

 

চট্টগ্রামে ২২ বছর আগের একটি অস্ত্র মামলায় আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) চট্টগ্রামের নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মঞ্জুর হোসেন এ রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘অস্ত্র মামলায় আসামি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। উভয় সাজা একসঙ্গে চলবে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।’

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুইটি দেশে তৈরি বন্দুক ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। এ ঘটনায় থানার তৎকালীন এক উপপরিদর্শক বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জন সাক্ষ্য দেন।

এএজেড/এমএএইচ/

Read Entire Article