চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

2 months ago 42
চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একনলা বন্ধুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- মো. মালেক প্রকাশ মাইল্ল্যা (২৫) ও মো. বিজয় (২২)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। পাহাড়তলী থানার নয়াপাড়ার রেল বিটের পশ্চিম পাশে জনৈক হালিম কোম্পানির বাড়ির প্রকাশ পোড়া বাড়ির উত্তর পাশে ওয়াল সংলগ্ন খালি জায়গায় একটি সাদা রঙের বাজারের ব্যাগের মধ্যে একটি অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ কৌশলে মুড়িয়ে লুকিয়ে রেখেছে। পরে অভিযান চালিয়ে দোনলা বন্দুক (এলজি) ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Read Entire Article