চট্টগ্রামে আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

19 hours ago 8

চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) নগর পুলিশ মিডিয়া শাখার উপপরিদর্শক (এসআই) ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন বাকলিয়া থানায় মো. ওমর সানী, বায়েজিদ বোস্তামী থানায় মো. আজাদ উদ্দিন, মো. জাফর, মো. শুভ প্র. রবিউল, পতেঙ্গা থানায় এনামুল হক, ইপিজেড থানায় মো. মনজু প্রকাশ মজনু, মিঠু হালদার, রতন বড়াইক, আকবরশাহ থানায় পূর্ণিমা বনিক সৃষ্টি, টুকু বালা নাথ, আকাশ হোসেন প্রকাশ ইসলাম, মো. মুন্না, মো. রবিউল ইসলাম, মো. কিরন, বন্দর থানার আসামী ৩৬ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হালিশহর থানায় মো. সাকিব। 

এছাড়া রোমান ইসলাম রাজু, মো. নাছির, মো. বেলাল, খুলশী থানায় মো. আসরাফুল হাসু, সদরঘাট থানায় মো. সোহেল প্র. রনি প্র. মুরগী সোহেল , চকবাজার থানায় মো. সাইদ হোসেন জীবন, মো. আলাল, মো. পারভেজ, আলমগীর ও জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম কালবেলাকে বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা আছে।

Read Entire Article