চট্টগ্রামে আইনজীবী হত্যায় খেলাফত মজলিসের নিন্দা

2 months ago 17

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। 

বুধবার (২৭ নভেম্বর) খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তারা বলেন, ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারী কর্তৃক সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়াও আদালত ও আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লিসহ নিরীহ পথচারীকে আক্রমণ ও হামলার টার্গেট করা হয়। উক্ত ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, অবিলম্বে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এর আগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। যে সংগঠন এই ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার এবং ধৈর্যের সঙ্গে মোকাবিলার আহ্বান জানাচ্ছি।  

Read Entire Article