চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা দুলা মিয়া গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা দুলা মিয়াকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাঁচলাইশ থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আরও পড়ুনবসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা: মূল আসামি গ্রেফতার সৈকত কি যেতে পারবেন বিশ্বকাপে? পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, লোহাগাড়া থানার রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে দুলা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হবে। এমআরএএইচ/কেএসআর

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা দুলা মিয়া গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা দুলা মিয়াকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাঁচলাইশ থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন
বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা: মূল আসামি গ্রেফতার 
সৈকত কি যেতে পারবেন বিশ্বকাপে?

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, লোহাগাড়া থানার রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্ত শেষে দুলা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হবে।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow