চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনে জরিমানার মুখে বিএনপি প্রার্থী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায়। আনোয়ারা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (০৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে দশটার দিকে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সমাবেশস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে। মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মী-সমর্থকদের আয়োজনে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৭ ধারার আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।

চট্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনে জরিমানার মুখে বিএনপি প্রার্থী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দেন। ঘটনাটি ঘটে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায়।

আনোয়ারা থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (০৪ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে দশটার দিকে গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালত সমাবেশস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে দায়িত্ব পালন করে।

মোবাইল কোর্ট সূত্র জানায়, সরওয়ার জামাল নিজামের কর্মী-সমর্থকদের আয়োজনে ওই সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারার বিধান লঙ্ঘনের অভিযোগে ২৭ ধারার আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী জরিমানার অর্থ পরিশোধ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow