চট্টগ্রামে আরও দুজনের করোনা শনাক্ত

2 months ago 39

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একজন উপজেলার এবং অপরজন নগরের। 

শুক্রবার (১৩ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

নগরের বেসরকারি একটি রোগনির্ণয় কেন্দ্রে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই দুজনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামে ৮ জনের করোনা শনাক্ত হলো।

এদিকে চলতি সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে করোনা পরীক্ষা চালু হবে। পরীক্ষার জন্য ইতোমধ্যে এক হাজারের মতো কিট এসে পৌঁছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) আরটি-পিসিআর পরীক্ষা শিগগিরই শুরু করা যাবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, আমাদের কাছে কিছু কিট এসে পৌঁছেছে। আমরা আশা করছি চলতি সপ্তাহে করোনা পরীক্ষা শুরু করতে পারব। শনিবার এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

Read Entire Article