চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু, শনাক্ত ১২

2 months ago 6

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দুজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনায় চতুর্থ মৃত্যুর ঘটনা ঘটল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মারা যাওয়া দুজনের মধ্যে ১৪ বছর বয়সী মো. এরশাদ কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বাড়ি পটিয়ায়। অপরজন হলেন ইয়াছমিন আকতার (৪৫)। তিনি যক্ষ্মা রোগে ভুগছিলেন। তার বাড়ি কর্ণফুলীতে। শনিবার (২১ জুন) নগরীর জেনারেল হাসপাতালে তারা মারা যান।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজনের মৃত্যু হয়। এরশাদের কিডনি সমস্যা ছিল। আর ইয়াছমিনের যক্ষ্মার পাশাপাশি হৃদ্‌রোগজনিত সমস্যা ছিল।

এদিকে ২৪ ঘণ্টার প্রতিবেদনে চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে শহরে ১১ জন এবং উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

Read Entire Article