চট্টগ্রামে একদিনে মনোনয়ন সংগ্রহ করলেন ১৬ প্রার্থী
তফসিল ঘোষণার দশম দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীর প্রার্থীতা চেয়ে চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ১৬ জন। এরমধ্যে চট্টগ্রাম-৫ হাটহাজারী এবং চট্টগ্রাম-৯ কোতোয়ালী এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে বিএনপি থেকে দুইজন এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। রবিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মনোনয়ন সংগ্রহের তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, চট্টগ্রাম-৫ আসনে শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক। চট্টগ্রাম-৯ আসনে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সমছুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া এই আসনে বিএনপির মোহাম্মদ সামছুল আলমও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বন্দর নগরী চট্টগ্রামের রাজনীতিতে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই এখান থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন তারা সরকার গঠন করেন এবং এই আসনের সংসদ সদস্য পরবর্তীতে মন্ত্রীত্বের আসন পা
তফসিল ঘোষণার দশম দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনীর প্রার্থীতা চেয়ে চট্টগ্রাম থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ১৬ জন। এরমধ্যে চট্টগ্রাম-৫ হাটহাজারী এবং চট্টগ্রাম-৯ কোতোয়ালী এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে বিএনপি থেকে দুইজন এবং চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসন থেকে ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রবিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মনোনয়ন সংগ্রহের তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন, চট্টগ্রাম-৫ আসনে শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক।
চট্টগ্রাম-৯ আসনে আবুল হাশেম বক্কর ও মোহাম্মদ সমছুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া এই আসনে বিএনপির মোহাম্মদ সামছুল আলমও মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বন্দর নগরী চট্টগ্রামের রাজনীতিতে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই এখান থেকে যে দলের প্রার্থী নির্বাচিত হন তারা সরকার গঠন করেন এবং এই আসনের সংসদ সদস্য পরবর্তীতে মন্ত্রীত্বের আসন পান।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও একাধিক প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। চট্টগ্রাম-১ আসনে নুরুল আমিন ও শেখ জুলফিকার বুলবুল, চট্টগ্রাম-২ আসনে নওশের আলী, চট্টগ্রাম-৩ আসনে মো. এম আর ভুঁইয়া এবং চট্টগ্রাম-৭ আসনে আব্দুল্লাহ আল হারুণ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম-১৪ আসনে মো. আব্দুল হামিদ, মৌলভী মো. সোলাইমান, জাকের হোসেন, শফিকুল ইসলাম রাহী ও জসীম উদ্দিন এবং চট্টগ্রাম-১৬ আসনে মো. লিয়াকত আলীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, রোববার চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন থেকে ৪৭ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখনও মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের জন্য জানান বেলায়েত হোসেন।
ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি।
কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির দিন ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর প্রথম মনোনয়ন সংগ্রহ করেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মো. এরশাদ উল্লাহ। ১৭ ডিসেম্বর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও মহানগরের আংশিক) দলটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের ঘোষিত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে মো. আনোয়ার হোসেন ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া আংশিক) আসনে মো. শাহাদাৎ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
১৮ ডিসেম্বর বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে কাজী সালাহ উদ্দিন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে ইসরাফিল খসরু ও নাজিমুর রহমান, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে মুজিবুর রহমান , নাজমুল মোস্তাফা আমীনও জামাল হোসেন, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মো. আবদুল মালেক, চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে মো. আবু নাছের।
এছাড়া, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে মোহাম্মদ ফরিদ আলম, আপ বাংলাদেশ থেকে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে মো. ইমাম উদ্দিন, এলডিপি থেকে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মো. জুলফিকার আলী মান্নান এবং স্বতন্ত্রভাবে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে জিন্নাত আকতার, চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে মিলন কান্তি শর্মা ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে মোহাম্মদ মিজানুল হক চৌধুরী এবং ২০ ডিসেম্বর বিএনপি থেকে চট্টগ্রাম-১ ফটিকছড়ি আসনে শহীদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে নাছিরুল আনোয়ার মানিক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
What's Your Reaction?