চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা
চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা একে অন্যকে ‘গুলি কর, গুলি কর’ বলার সঙ্গে সঙ্গেই চালক গাড়ির গতি বাড়ানোয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় আগ্রাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার শিকার আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির। তিনি বলেন, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফেরার পথে আগ্রাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন সন্ত্রাসী প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাসে অতর্কিত হামলা চালায়। এরপর একে অপরকে তারা বলে, গুলি কর-গুলি কর। তখন তাৎক্ষণিক চালক গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আসাদুজ্জামান। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় আসাদুজ্জামান কিছুটা আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকি
চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা একে অন্যকে ‘গুলি কর, গুলি কর’ বলার সঙ্গে সঙ্গেই চালক গাড়ির গতি বাড়ানোয় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় আগ্রাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে।
হামলার শিকার আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও ডেপুটি কমিশনার এইচএম কবির। তিনি বলেন, চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে কাস্টমস হাউসে ফেরার পথে আগ্রাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন সন্ত্রাসী প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাসে অতর্কিত হামলা চালায়। এরপর একে অপরকে তারা বলে, গুলি কর-গুলি কর। তখন তাৎক্ষণিক চালক গাড়ির গতি বাড়িয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আসাদুজ্জামান।
এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হামলার ঘটনায় আসাদুজ্জামান কিছুটা আহত হয়েছেন। তবে তিনি ঝুঁকিমুক্ত এবং কাস্টমসে বর্তমানে নিরাপদে আছেন।
What's Your Reaction?