চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

চট্টগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার দিগন্ত উন্মোচন করল গোল্ডেন গেইট ইংলিশ স্কুল। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে নগরীর জিইসি মোড় শান্তিধারা আবাসিক এলাকার (বাটা গল্লি) সুফিয়া মঞ্জিলে স্কুলটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আনন্দময় ও নান্দনিক ‘এডমিশন ফেস্ট’। বুক ফেয়ার, ফুড ফেয়ার, এডমিশন ডেস্ক, কিডস পারফরম্যান্স, কিডস জোন এবং ফটো বুথ সবই উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক, শিক্ষক শামসুদ্দিন শিশির, সহকারী জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম সৈয়দ আব্দুল মান্নান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক, আইআইইউসি মুহাম্মদ জসিম উদ্দিন, প্রিন্সিপাল আলফি শাহরিন এবং খতিব গরিবুল্লাহ শাহ রহ. জামে মসজিদ, হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল ক্বাদেরী। এ ছাড়া স্কুল পরিচালনা, অভিভাবক ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন। স্কুল পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠবে। গোল্ডেন গেইট ইংলিশ স্কুল ভবিষ্যতের নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

চট্টগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার দিগন্ত উন্মোচন করল গোল্ডেন গেইট ইংলিশ স্কুল।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে নগরীর জিইসি মোড় শান্তিধারা আবাসিক এলাকার (বাটা গল্লি) সুফিয়া মঞ্জিলে স্কুলটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আনন্দময় ও নান্দনিক ‘এডমিশন ফেস্ট’।

বুক ফেয়ার, ফুড ফেয়ার, এডমিশন ডেস্ক, কিডস পারফরম্যান্স, কিডস জোন এবং ফটো বুথ সবই উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক, শিক্ষক শামসুদ্দিন শিশির, সহকারী জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম সৈয়দ আব্দুল মান্নান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক, আইআইইউসি মুহাম্মদ জসিম উদ্দিন, প্রিন্সিপাল আলফি শাহরিন এবং খতিব গরিবুল্লাহ শাহ রহ. জামে মসজিদ, হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল ক্বাদেরী। এ ছাড়া স্কুল পরিচালনা, অভিভাবক ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।

স্কুল পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠবে। গোল্ডেন গেইট ইংলিশ স্কুল ভবিষ্যতের নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের হাইলাইট ছিল কিডস পারফরম্যান্স, যেখানে ছোট ছোট শিক্ষার্থীরা গান, নাচ ও নাটকের মাধ্যমে শিক্ষার আনন্দ উপস্থাপন করেছিল। বুক ফেয়ার ও ফুড ফেয়ারও দর্শকদের আকর্ষণ করেছে।

স্কুলটি বর্তমানে ক্লাস প্লে থেকে গ্রেড থ্রি পর্যন্ত ভর্তি নিচ্ছে, এবং ডিসেম্বর মাসজুড়ে রয়েছে ৫০ শতাংশ ছাড়। শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ক্যামব্রিজ ও ন্যাশনাল কারিকুলামের ইংরেজি ভার্সনে সাজানো হয়েছে।

উপস্থিত অতিথিরা অনুষ্ঠানকে প্রশংসা করে বলেন, এটি শুধু শিক্ষার পরিবেশ নয় বরং শিশুর সার্বিক বিকাশে নতুন উদাহরণ স্থাপন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow