চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু

1 month ago 18

চট্টগ্রামে পূর্ব ঘোষিত বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভে বেশকিছু সাধারণ মানুষও অংশ নিয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল পৌনে তিনটায় নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরজমিনে দেখা যায়, বেলা দুইটা থেকে নিউমার্কেটের আশপাশে অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। পরে বিকেল পৌনে তিনটায় নিউমার্কেট মোড়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ শুরু

শিক্ষার্থীরা এসময় স্লোগান দিচ্ছেন ‘উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র হত্যার বিচার চাই, আমার ভাই মারলো কেন, বিচার চাই।’

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর নিউমার্কেটসহ আশপাশের দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সমাবেশকে কেন্দ্র করে সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশের একটি দল।

এএজেড/জেএইচ/এএসএম

Read Entire Article