চট্টগ্রামে তিন চোর গ্রেফতার

3 months ago 10

চট্টগ্রামে তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকালে তাদের গ্রেফতার করে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের হাটহাজারী থানার আমান বাজার কাজীর বাড়ির মো. ইউসুফের ছেলে মো. ফরিদ (২৪), রাঙ্গুনিয়া থানার কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা বনগ্রাম গ্রামের আবুল কালামের ছেলে মো. রমজান আলী (৩৪) এবং পটিয়া থানা এলাকার সম্ভু দের ছেলে জুয়েল দে (৪২)।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে তিন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের ২০২৪ সালের ৬ নভেম্বর চান্দগাঁও থানার এক চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

Read Entire Article