চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

3 hours ago 9

চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় একটি বাসে তল্লাাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান বলেন, মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিন নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে পাওয়া দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/এমকেআর

Read Entire Article