চট্টগ্রামে পচা সুপারি তুলতে ট্যাংকে নেমে দুই সহোদরের মৃত্যু

2 hours ago 5

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্যাংকে সংরক্ষিত পচা সুপারি সংগ্রহের সময় মিথেন গ্যাসের বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুহিন দাশ শুভ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন- ৬ নম্বর ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা শফিউল আলম ও তার ছোট ভাই শহিদ উল্লাহ।

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন একই এলাকার মো. তৌহিদ, মোহাম্মদ শফি ও করিম। এর মধ্যে তৌহিদ আইসিইউতে রয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত শফিউলের পরিবার দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসার সঙ্গে জড়িত। বাড়ির পাকা ট্যাংকে পচানো হয় কাঁচা সুপারি। আজ সকালে ওই ট্যাংকের পানি পরিবর্তন করা হচ্ছিল। নিচে থাকা পানি সরাতে নেমে শফিউলের স্ত্রী অসুস্থ হয়ে গেলে পরে তিনি নিজেই নেমে পানি সরানোর কাজ শুরু করেন।

কিছুক্ষণ পর ট্যাংকে জমা হওয়া মিথেন গ্যাসের বিষক্রিয়ায় শফিউল অসুস্থ হয়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও চারজন মিথেন গ্যাসে অসুস্থ হয়ে যান। পরে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। সেখানে শফি ও তার ভাই শহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল থেকে ১ নারী ও ৫ পুরুষকে উদ্ধার হাসপাতালে পাঠায়। একটি ৭-৮ ফুট পাকা ট্যাংকে কাঁচা সুপারি মজুত রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। ট্যাংকটিতে সুপারি পচে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

এএজেড/এমএইচআর/এমএস

Read Entire Article