চট্টগ্রামে পত্রিকা অফিসে হামলাচেষ্টা, প্রেস ক্লাব ও সিইউজের নিন্দা

1 month ago 33
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় এলাকায় অবস্থিত দৈনিক চট্টগ্রাম প্রতিদিন অফিসে সংঘবদ্ধ উপায়ে হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কর্মরত পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এরই ধারবাহিকতায় এক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বিবৃতিতে তারা বলেন, পত্রিকা অফিস ঘেরাও, বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। এসবের মাধ্যমে যে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি। এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ গণমাধ্যমে পাঠানো অপর এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলা চেষ্টার ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, এটা স্বাধীন সাংবাদিকতার ওপরই হামলা। এ ধরনের হামলাচেষ্টা সাংবাদিকতার মর্যাদাও ক্ষুণ্ন করে। নেতারা চট্টগ্রাম প্রতিদিন অফিসে হামলার চেষ্টা ও গণজমায়েত করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
Read Entire Article