চট্টগ্রামে পাহাড় থেকে ৬ সন্ত্রাসী আটক

1 hour ago 4

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে থানায় অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড় থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- বান্দরবান জেলার চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅয়ের ছেলে চাইসাও, সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু।

এ সময় একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড অ্যামোনিশন ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, এলাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করি।

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

Read Entire Article