চট্টগ্রামে পাহাড় ধস: বন্ধ হয়ে গেছে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড

1 month ago 20

টানা বর্ষণে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সড়কের ৬ নম্বর ব্রিজের কাছে পাহাড় ধস হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার।

তিনি বলেন, রাস্তার পাশের একটি পাহাড়ের বড় অংশ সড়কের ফৌজদারহাটগামী লেনের উপর পড়েছে। এতে ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রকল্প পরিচালক জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনগুলোকে ডাইভার্ট করা হচ্ছে। কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

গত সরকারের আমলে ১৮টি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কেটেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বর্তমানে বৃষ্টি হলে মাঝেমধ্যে পাহাড় ধসের ঘটনা ঘটে এই সড়কে।

এএজেড/কেএসআর/এএসএম

Read Entire Article