চট্টগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে ‘আসামি ছিনতাইয়ের’ অভিযোগ

4 months ago 53

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেনের হাত ভেঙে গেছে বলে দাবি আরেক পুলিশ কর্মকর্তার। এ ঘটনায় আরও ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় থানা পুলিশ।

শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে আনোয়ারার চাতুরি চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জাগো নিউজকে বলেন, ‘শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। শনিবার রাতে ওই মামলার অন্যতম আসামি মোজাম্মেলকে চাতুরি চৌমুহনি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকে গাড়িতে তোলার সময় কয়েকশ লোক এসে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘হামলায় নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল। হামলায় ওসি জহির হোসেনসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। লাঠির আঘাতে ওসি জহির হোসেনের হাত ভেঙে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।’

এর আগে শুক্রবার (৭ জুন) বিকেলে আনোয়ারায় বাজেটকে স্বাগত জানিয়ে করা আনন্দ মিছিলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হন।

এএজেড/কেএসআর/এমএস

Read Entire Article