চট্টগ্রামে বিআরটিএতে দালালচক্রের তিন সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাপ্পি দাস (৩৫), মো. তাহের (৪০) ও সাইফুল্লাহ মনির (৪২)।
বুধবার (২৫ জুন) বিকেলে হাটহাজারী রোডের বিআরটিএ নতুনপাড়া কার্যালয়ের সামনে এ কারাদণ্ড দেন চট্টগ্রাম বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
আদালত বাপ্পি ও তাহেরকে সাতদিন করে এবং সাইফুল্লাহকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের হাটহাজারী পুলিশের সহায়তায় কারাগারে পাঠানো হয়।
বাপ্পি দাস রাউজান থানাধীন নোয়াপাড়া গ্রামের মৃত ননী গোপাল দাসের ছেলে, তাহের কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন গুনারমুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে এবং সাইফুল্লাহ নরসিংদীর রায়পুরা থানাধীন সাপমাড়া গ্রামের আলী আজগরের ছেলে।
এর আগে ওইদিন সকালে নগরীর অক্সিজেন মোড়ে এলাকায় অভিযান চালিয়ে চারটি মোটরযানকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, নতুন বাজার বিআরটিএ কার্যালয়ে তিনজন দালালকে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করেছেন। এরমধ্যে অপরাধের ধরন অনুযায়ী দুজনকে সাতদিন করে এবং একজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমডিআইএইচ/এমকেআর/এএসএম