চট্টগ্রামে বিপিএল না হওয়ার কারণ জানাল বিসিবি

সূচি অনুযায়ী এবারের বিপিএল ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে গড়ানোর কথা ছিল। তবে হঠাৎ পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্দরনগরীতে আর কোনো ম্যাচ হচ্ছে না, সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এরপর শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলের টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি, দলগুলোর ভ্রমণ ও লজিস্টিক জটিলতা, সম্প্রচার সরঞ্জামসহ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা—সবকিছু বিবেচনা করেই চট্টগ্রাম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “২৩ জানুয়ারির মধ্যেই ফাইনাল আয়োজন করতে হচ্ছে, আর ২৬ তারিখের দিকে জাতীয় দল বিশ্বকাপ মিশনে যাবে। এর মধ্যে প্রোডাকশন ও টেকনিক্যাল বিষয় মিলিয়ে সময় মেলানো বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই আমরা দুই ভেন্যুতে ম্যাচগুলো এনে সূচি সমন্বয় করেছি।” তিনি আরও জানান, এ পরিবর্তনে দলগুলোর ভ্রমণ সময় বাঁচবে এবং পুরো টুর্নামেন্ট পরিচালনাও সহজ হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় ফিরে যাবে, যেখানে বাকি ম্যাচ ও ফাইন

চট্টগ্রামে বিপিএল না হওয়ার কারণ জানাল বিসিবি
সূচি অনুযায়ী এবারের বিপিএল ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে গড়ানোর কথা ছিল। তবে হঠাৎ পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্দরনগরীতে আর কোনো ম্যাচ হচ্ছে না, সেই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে সিলেটে। এরপর শেষপর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, জাতীয় দলের টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি, দলগুলোর ভ্রমণ ও লজিস্টিক জটিলতা, সম্প্রচার সরঞ্জামসহ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা—সবকিছু বিবেচনা করেই চট্টগ্রাম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “২৩ জানুয়ারির মধ্যেই ফাইনাল আয়োজন করতে হচ্ছে, আর ২৬ তারিখের দিকে জাতীয় দল বিশ্বকাপ মিশনে যাবে। এর মধ্যে প্রোডাকশন ও টেকনিক্যাল বিষয় মিলিয়ে সময় মেলানো বেশ কঠিন হয়ে পড়েছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই আমরা দুই ভেন্যুতে ম্যাচগুলো এনে সূচি সমন্বয় করেছি।” তিনি আরও জানান, এ পরিবর্তনে দলগুলোর ভ্রমণ সময় বাঁচবে এবং পুরো টুর্নামেন্ট পরিচালনাও সহজ হবে। সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি দলগুলো ঢাকায় ফিরে যাবে, যেখানে বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি সামঞ্জস্য করতে কিছু ম্যাচ সকাল ও বিকেলে আয়োজনেরও প্রয়োজন পড়েছে। চট্টগ্রাম সমর্থকদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন মিঠু। তিনি বলেন, “চট্টগ্রামের দর্শক ও আয়োজকদের কাছে আমরা দুঃখিত। তারা স্বাভাবিকভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।” বিপিএলের নতুন এই ব্যবস্থায় তিন ভেন্যুর বদলে দুই ভেন্যুতে আয়োজন হলেও বিসিবি আত্মবিশ্বাসী—এতে টুর্নামেন্ট আয়োজন আরও কার্যকর ও স্বচ্ছন্দ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow