চট্টগ্রামে ভারতীয় নাগরিকসহ আটক ৪

4 weeks ago 9

চট্টগ্রামের বাঁশখালীতে ভারতীয় এক নাগরিকসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ দল। তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্রলিং জাল, মাছ ধরার সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) উপজেলার শেখেরখীল এলাকায় গভীর রাতে স্থানীয় এক ব্যক্তির গুদামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। কোস্টগার্ড এ তথ্য নিশ্চিত করেছে।

আটক হওয়ারা হলেন- অমল চন্দ্র (৪৫), নাথন বিশ্বাস (৬০), আকাশ বিশ্বাস (৩৫) ও পণ্ডিত বিশ্বাস (৩৮)। এদের মধ্যে পণ্ডিতের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশপরগণা জেলায়। এ ছাড়া অমলের বাড়ি বরগুনা জেলায়, নাথনের বাড়ি খুলনার মোংলায় এবং আকাশ সাতক্ষীরা জেলার বাসিন্দা।

কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাঁশখালীর শেখেরখীলের বাসিন্দা মান্নান মিয়ার গুদামে বসে চারজন ট্রলিং জাল তৈরি করছিল। এদের মধ্যে ভারতের নাগরিক পণ্ডিত বিশ্বাস কাঠের নৌকায় ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূল হোতা এবং বাকি তিনজন কারিগর। ওই গুদাম থেকে দেশে নিষিদ্ধ ৭টি ট্রলিং জাল এবং ইয়াবা-গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া গুদামের মালিক মান্নান মিয়ার বাড়িতে তল্লাশি করে পণ্ডিত বিশ্বাসের ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেহুন্দি জালের মাধ্যমে মাছ ধরা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি এবং মাছের প্রজনন কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read Entire Article