চট্টগ্রামে যাওয়ার পথে খাদে পড়ল ঈগল পরিবহন

1 week ago 13

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ঈগল পরিবহনের একটি বাস। এতে গাড়ি চাপা পড়ে নিহত হয়েছেন গাড়ির হেলপার। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

শনিবার (২৯ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন মৌলবির দোকান এলাকায় ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় মারা যাওয়া গাড়ির হেলপারের নাম মো. করিম (৪৫)। তিনি চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড় পাড়ার মো. হাসানের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলাধীন মৌলবির দোকান এলাকায় চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার করে হেফাজতে নেয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। উক্ত দুর্ঘটনা সংক্রান্ত আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Read Entire Article