চট্টগ্রামে সাবেক এফবিসিসিআই সভাপতির বাসায় অভিযান

2 weeks ago 15

বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর সুগন্ধা আবাসিকের ১৭৫/১৭৬ নম্বর জামিলাস কটেজ নামে বাসায় এ অভিযান চালানো হয়। রাত ৩টার দিকে এ অভিযান শেষ হয়। 

এ সময় ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশের কাউকে দেখা যায়নি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরকে এত বড় অভিযানের বিষয়টি জানানো হয়নি। জানানো হয়নি গণমাধ্যমকর্মীদেরও!

অভিযানের সময় বিপুলসংখ্যক র‍্যাব ও দুদকের সদস্যরা উপস্থিত থাকলেও বাসাটির ভেতরে প্রবেশ করেন কয়েকজন কর্মকর্তা। বাইরে থেকে র‍্যাবের ফোর্স বাসাটি ঘিরে রাখেন। অভিযানকালে তিন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে পৌঁছে। এ সময় তারা বাসাটিতে প্রবেশ করতে চাইলে র‍্যাব কর্মকর্তারা বাধা দেন। 

এ সময় র‍্যাব কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে ভেতরে প্রবেশ করতে কাউকে দেওয়া হবে না। অভিযান শেষে বিস্তারিত ব্রিফিং করা হবে। রাত ৩টার দিকে যখন অভিযান শেষ তখন র‍্যাব ও দুদকের একাধিক কর্মকর্তাকে অভিযানের বিষয়ে প্রশ্ন করা হয়। তারা অভিযানে তেমন কিছু পায়নি উল্লেখ করে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।
 
প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসাটিতে ওইরকম কিছুই পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য ছিল, চট্টগ্রামের অন্যতম শিল্পপতি মাহবুবুলের বাসাটিতে বিপুল সংখ্যক বৈদেশিক এবং দেশীয় মুদ্রা মজুত ছিল। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে বানচাল করতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের তত্ত্বাবধানে এগুলো মজুত করা হয়েছিল। 

অন্যদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা এবং টাকা মজুত থাকার গোয়েন্দা তথ্য তাদের কাছেও ছিল। তবে বিষয়টি সন্দেহজনক, পর্যাপ্ত ফোর্স না থাকা এবং অভিযান নিয়ে পরে বিতর্ক হতে পারে এ আশঙ্কায় তারা অভিযান পরিচালনা করেননি।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযানের বিষয়ে আমাদের জানানো হয়নি। তবে আমাদের জানাতে হবে বিষয়টি দরকারও নেই। দুদক এবং র‍্যাব সুনির্দিষ্ট অভিযোগে নিজেদের মতো করে অভিযান পরিচালনা করতে পারে। তবে সোমবার রাতে দুদক ও র‍্যাবের অভিযান শুরুর পর বিষয়টি আমরা শুনেছি।

Read Entire Article