চট্টগ্রামে সড়কে ঝরল ৪ তাজা প্রাণ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরী ও নগরীর বাইরে এ দুর্ঘটনা ঘটে।
এদিন সকালে নগরীর অক্সিজেন থানাধীন পাবলিক স্কুল গেট এলাকায় ট্রাকের চাপায় নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী নাসিমা বেগম রাউজান উপজেলার নোয়াজিসপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
তিনি স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিপরীত থেকে আসা অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়েন সড়কে। চোখের পলকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয় ওই নারীকে। বিক্ষুদ্ধ জনতা ট্রাকটি আটক করে চালক রিপনকে পুলিশের হাতে তুলে দেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
অরদিকে একইদিন সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভার হাসানদন্ডি পাঠানপোল এলাকায় মহাসড়কে বাস ও দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচজন।
নিহতরা হলেন— ফাতেমা বেগম (৮০) ও শামিমা আক্তার (৪৫) এবং মো. শরিফ (২৬)। এদের মধ্যে নিহত ফাতেমা শামিমার শাশুড়ি বলে জানিয়েছে পুলিশ। আর শরিফ অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) বলে জানা গেছে।
আহতদের মধ্যে ফাতেমা ও শামিমাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত আরও পাঁচজনকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন।
দুর্ঘটনায় পড়া অটোরিকশা এবং ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।