চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ ) বিকেলে বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে হাটটহাজারী থানার কুয়াইশ এলাকার একটি ভবনের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।
আজ দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
এডিসি তারেক আজিজ বলেন, গ্রেফতার সবুজ বায়েজিদের হিলভিউ-বার্মা কলোনির শীর্ষ সন্ত্রাসী। বার্মা সবুজ নামে বেশি পরিচিত সে। বার্মা সবুজের নেতৃত্বে তার অন্য দুই ভাই সাইফুল-ফাহিমসহ তিন ভাইয়ের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ।
বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে থাকে এ তিন ভাই। গ্রেফতার সবুজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকসহ ৩৫টিরও অধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম