চট্টগ্রামের কিশোরী ঢাকা থেকে উদ্ধার, যুবক গ্রেফতার

3 weeks ago 6

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার এক কিশোরীকে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মমিনুল ইসলাম সোহাগ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত পৌনে দুইটার দিকে তাদের ভাটারা থানার বসুন্ধরা এলাকা থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহাগ সুনামগঞ্জ জেলার ছাতক থানার চিংচাপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।

শনিবার বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।

তিনি বলেন, গত ৪ ডিসেম্বর দুপুরে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক কিশোরীকে নিয়ে যায় মমিনুল ইসলাম সোহাগ। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে শুক্রবার দিনগত রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

আসামির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমএইচআর/জেআইএম

Read Entire Article