চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। চট্টগ্রামে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসক প্রতিষ্ঠায় তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।  দায়িত্ব গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারত্ব নিশ্চিত করতে জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন। জাহিদুল ইসলাম এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে তিনি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। আরও পড়ুনআরও ২৩ জেলায় নতুন ডিসি পিছু ছাড়ছে না ডিসি নিয়োগে বিতর্ক জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স মাস্ট

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। চট্টগ্রামে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসক প্রতিষ্ঠায় তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

দায়িত্ব গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারত্ব নিশ্চিত করতে জেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।

জাহিদুল ইসলাম এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে তিনি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া জেলার উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও পড়ুন
আরও ২৩ জেলায় নতুন ডিসি 
পিছু ছাড়ছে না ডিসি নিয়োগে বিতর্ক

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স মাস্টার্স, আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা এবং যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় তিনি এমএসসি সম্পন্ন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগ দেন। লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে তিনি জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান।

চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদি উর রহিম জাদিদ, পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শরীফ উদ্দিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর পান্না আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ইমরান মাহমুদ ডালিম, প্রশান্ত চক্রবর্তী, আলাউদ্দিন, শিফাত বিনতে আরা, সহকারী কমিশনার মো. মাহমুদ হাসান, আফরিন ফারজানা পিংকি, মো. ফাহমুন নবী, মো. মঈনুল হাসান, জান্নাতুল ফেরদৌস, জাকিয়া মুমতাহিনা, এস এম আমিরুল মোস্তফা, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, সাদমান সহীদ, ফারজানা রহমান মীম, রুমানা পারভীন তানিয়া, তামজীদুর রহমান, সুব্রত হালদার প্রমুখ।

এমআরএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow