চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ

1 month ago 33

ঢাকার বঙ্গবাজারে কাপড় কিনতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী পিযুষ দেব (৪৫)।

জানা গেছে, শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে তিনি ঢাকা পৌঁছান। সেসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

পিযুষ দেব পটিয়ার কেলিশহর গ্রামের সুনীল কুমার দেবের সন্তান।

পিযুষের ভগ্নিপতি আশিষ চৌধুরী জানান, নগরের পতেঙ্গা এলাকায় কাপড়ের দোকান চালাতেন পিযুষ দেব। ঢাকার বঙ্গবাজারে কাপড় কিনতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ। তার সঙ্গে দোকান কর্মচারী দুর্জয় শিকদার (১৭) ছিলেন। দুর্জয় আনোয়ারার মালঘর গ্রামের উত্তম শিকদারের ছেলে।

পিযুষ দেব ও তার কর্মচারী দুর্জয়ের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: আশিষ চৌধুরী (01819572869), অমিত চৌধুরী (01884276754)।

এএজেড/ইএ/জিকেএস

Read Entire Article