চবি ভর্তি পরীক্ষায় আবেদন ২ লাখ ৩০ হাজার ছাড়াল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান ছিল। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৬৮ হাজার ৫০৮ জন। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি-২ উপ-ইউনিটে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা দুই লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান ছিল।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৬৮ হাজার ৫০৮ জন। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে ১৬ হাজার ৬২৯ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু।
এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪ জন, বি-২ উপ-ইউনিটে ৪ হাজার ৭৩৭ জন এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন।
গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে।
আগামী ২ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?