চবি শিক্ষার্থী খুন, বাবা ও সৎ মা গ্রেপ্তার

13 hours ago 4
চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. সাহেদ খুনের ঘটনায় বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। গ্রেপ্তাররা হলেন- নুর জামান (বাবা) ও আনোয়ারা বেগম (সৎ মা)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তারা পলাতক ছিলেন।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এর আগে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় সাহেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার ঘটনায় সাহেদের মা কামরুজ্জাহান স্বামী নুরুজ্জামানকে প্রধান আসামি করে অজ্ঞাত একজনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম আরমান বলেন, ঘটনার পরই আসামিরা পালিয়ে যায়। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, সাহেদ খুনের আসামি তার পিতা নুরুজ্জামান ও সৎ মা আনোয়ারা বেগমকে সিলেট থেকে মিরসরাই থানায় আনা হচ্ছে।
Read Entire Article