চবিতে আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) আয়োজনে মহান বিজয় দিবস ও ২৪ এর জুলাই বিপ্লব উপলক্ষে ‘আবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
চবি আবৃত্তি সংসদের উপদেষ্টা ও দর্শন বিভাগের শিক্ষক মোজাম্মেল হক বলেন, আমরা দীর্ঘদিন একটি স্বৈরাচারী শাসনের মধ্য দিয়ে গিয়েছি, যে সময় স্বাধীনতা ও বিজয় মানেই ছিল নির্দিষ্ট একটি গোষ্ঠীর বন্দনা। আমাদের জুলাই বিপ্লব সেই স্বৈরাচারীর বানানো বয়ানকে ভেঙে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় ব্যান্ড আজাদী মঞ্চ ও বিশিষ্ট বাচিকশিল্পী ইকবাল সাকী এবং রাশেদ মুহাম্মদ।
এ ছাড়া অনুষ্ঠানে আবৃত্তি সংসদের সদস্যরা একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি ও মুক্তিযুদ্ধের চিঠি পরিবেশন করেন। অনুষ্ঠানে আজাদী মঞ্চ একক আবৃত্তি ও দেশাত্মবোধক গানের সঙ্গে কাওয়ালি পরিবেশন করে।