চবিতে ছাত্রদল-শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে

1 month ago 32

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে এসে পৌঁছালে দুই পক্ষই মিছিল শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের সদস্যদের ডাকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয় শিক্ষার্থীরা।

অপরদিকে ছাত্রদল রেলস্টেশন চত্বর থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে এক পর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা দুপক্ষকে নিভৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে ছাত্রদল জিরো পয়েন্ট ত্যাগ করে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিল।

Read Entire Article