চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী প্রচারণার পর ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রীন ক্যাম্পাস’। শিক্ষার্থীরা মাত্র ৪০টি পোস্টার বা লিফলেট জমা দিলেই পাচ্ছেন একটি পরিবেশবান্ধব কলম।
রোববার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও শহীদ মিনারে দুটি বুথে পোস্টার ও লিফলেট সংগ্রহ কার্যক্রম শুরু করে সংগঠনটি। প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ তিনটি করে কলম সংগ্রহ করতে পারবেন।
ক্যাম্পাস পরিষ্কার রাখতে এমন উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, নির্বাচনের পর প্রচারণামূলক পোস্টার ও লিফলেটে ক্যাম্পাস নোংরা হয়ে যায়। এ উদ্যোগ পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করবে।
আওয়ার গ্রীন ক্যাম্পাসের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা কলি বলেন, নির্বাচনের পর প্রচুর লিফলেট জমা হয়েছে। এগুলো অব্যবহৃত অবস্থায় থাকলে আবর্জনার স্তূপে পরিণত হবে। তাই আমরা ৪০টি লিফলেটের বিনিময়ে একটি করে ইকোফ্রেন্ডলি কলম দিচ্ছি। এ কলমগুলো ব্যবহারের পর ফেলে দিলে তা থেকে নতুন গাছ জন্ম নেবে।
তিনি আরও বলেন, আমরা সব পোস্টার সংগ্রহ করে একসঙ্গে করছি এবং পরবর্তীতে সেগুলো রিসাইকেল করা হবে।

3 weeks ago
17








English (US) ·