চবিতে প্রশ্নফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

1 month ago 26

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চর্তুথ বর্ষের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক জরুরি সিন্ডেকেট সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্য আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদস্য সচিব হিসেবে আছেন শিক্ষক নিয়োগ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় একটি কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে জরুরি সিন্ডেকেট সভা আহ্বান করে ইতোমধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিভাগের চতুর্থ বর্ষের ‘সিএজে ৪১৯, কমপ্রিহেনসিভ কোর্সে’র প্রশ্নসংবলিত একটি বেনামি চিঠি আসে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আজ (৫ ডিসেম্বর) চবি উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসনিক), সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে আসেন। পরে প্রশ্নপত্রের সঙ্গে গতকালের পাঠানো বেনামি চিঠির মিল পাওয়ার পর পরীক্ষা কমিটির সুপারিশে ওই কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়।

Read Entire Article