চবিতে ভর্তিপরীক্ষা মার্চে, আবেদন স্থগিত রাবির

12 hours ago 2

ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তির আবেদন শেষ হয়েছে গতকাল (২০ জানুয়ারি)। তবে আবেদনপত্রে তথ্যসহ যে কোনো প্রকার সংশোধনী করা যাবে ২৬ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষাসংক্রান্ত যে কোনো নথির কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) সার্ভিস চার্জ দিতে হবে ৩০০ টাকা।

যেখানে অনুষ্ঠিত হবে চবির ভর্তিপরীক্ষা

চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্রগুলোয় একই দিন ও সময়ে অনুষ্ঠিত হবে ভর্তিপরীক্ষা। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে পোষ্য কোটা নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন স্থগিত করেছে প্রশাসন। যদিও নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু আবেদন কবে শুরু হতে পারে তা জানা যায়নি। এতে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

কয়েকটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিপরীক্ষা ইতোমধ্যে হয়ে গেছে বাকি আছে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ঢাবির তিনটি ইউনিট, রাবি, জাবি, চবি, জগন্নাথ ও খুলনা বিশ্ববিদ্যালয়।

একনজরে দেখে নিন কবে কোথায় ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে

চবিতে ভর্তিপরীক্ষা মার্চে, আবেদন স্থগিত রাবির

এএমপি/জিকেএস

Read Entire Article