ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার উদ্যোগে চলছে নববর্ষ প্রকাশনা উৎসব। তিন দিনব্যাপী এ উৎসবের আজ ছিল প্রথম দিন। প্রকাশনা উৎসবে নতুন বছরের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার, চাবির রিং এবং বিভিন্ন ধরনের ইসলামি বই বিক্রি করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন চবি শিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম। এসময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর থেকেই প্রকাশনা স্টলে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও স্টল ঘুরে দেখেন এবং প্রকাশনা সামগ্রী ক্রয় করেন। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা।
উৎসবে আগত এইচআরএম বিভাগের শিক্ষার্থী মাহফুজ ফারিয়া বলেন, ‘ক্যাম্পাসে আছি চার বছরের মতো। আগে কখনো এমন ক্রিয়েটিভ আয়োজন চোখে পড়েনি। অন্যান্য বইমেলায় গিয়েছি কিন্তু চবি শিবিরের আজকের আয়োজনটা ভিন্ন ছিল। এখানের বইসহ অন্যান্য প্রকাশনীগুলো খুবই মানসম্মত মনে হয়েছে আমার কাছে। ছাত্রশিবিরের এমন কাজ প্রশংসনীয়।’
আরেক শিক্ষার্থী মুজাহিদা জয়নাব বলেন, “আজকে অনেকগুলো বই কিনেছি। এর মধ্যে “কি টু সাকসেস’, ‘মোরা বড় হতে চাই’ বইগুলো আমার খুবই পছন্দের। বইগুলো আমাদের তরুণদের জন্য খুব প্রয়োজন। আমি চাই শিবির এমন পোগ্রাম সবসময় চালু রাখুক।”
এ বিষয়ে চবি শিবিরের প্রচার সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, এতদিন পর্যন্ত ছাত্রশিবিরকে নানাভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য যেসব কাজ করি তা সামনে আনতে দেওয়া হয়নি। কিন্তু এখন আমরা যে আয়োজন করছি তাতে শিক্ষার্থীরা বুঝতে পারছেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, দীর্ঘ ৯ বছর পর আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছি। সকাল ৯টা থেকে উৎসব শুরু হলেও এর আগে থেকেই প্রকাশনা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ আমাদের আবেগাপ্লুত করেছে। আমরা বিশ্বাস করি আমাদের সৃজনশীল, গবেষণাধর্মী এসব আয়োজন ও প্রকাশনীর মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির সুন্দর দিক দেখতে পারবেন।
আহমেদ জুনাইদ/এসআর/এএসএম