চবির প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

1 month ago 12

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। প্রশাসনের আশ্বাসে রাত ৮টায় গেট খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্টের পর থেকে একাধিক গুপ্ত হামলার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বিভিন্ন ইস্যুর দোহাই দিয়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের পরিবহন দপ্তরের কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হন দুই শিক্ষার্থী—আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহিবুল ইসলাম মহিব ও নিরব আহমেদ। তারা বারবিকিউ পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ৫-৬ জন মুখোশধারী তাদের পথরোধ করে হামলা চালায়। হামলার পর আহতদের উদ্ধার করে চবি মেডিক্যাল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে হামলার ঘটনায় দুপুরে প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য দেন শাখা ছাত্রশিবিরের চবি শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আলি ওবায়দুল্লাহ।

সন্ধ্যায় শিক্ষার্থীদের আন্দোলনে সম্মতি জানিয়ে অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টরের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পরে আমাদের অনেক ভালো কাজের মধ্যে কিছু সীমাবদ্ধতা আমরা নিজেরাও লক্ষ করেছি। বিশেষ করে নিরাপত্তা জনিত ইস্যুর সমাধানে আমরা প্রথম দিন থেকেই কাজ করছি। নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ৯০ টি সিসি ক্যামেরা সচল রয়েছে। রবিবারের মধ্যে অপরাধীদের ধরা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

আহমেদ জুনাইদ/আরএইচ/এএসএম

Read Entire Article