চব্বিশের স্বাধীনতা

1 month ago 10

স্বাধীনতা তুমি আবু সাইদের দুই হাত পাতা বুক,
স্বাধীনতা তুমি মুগ্ধ ছেলের হাসি মাখা সেই মুখ।
স্বাধীনতা তুমি সিঁথী মেয়েটার বাঘিনী গলার স্বর,
স্বাধীনতা তুমি জেন-জির বলা বজ্র কন্ঠে ঝড়।
স্বাধীনতা তুমি শত শহিদের রক্তে পাওয়া নাম,
স্বাধীনতা তুমি ওদের জন্য পেরেছ রাখতে দাম।
স্বাধীনতা তুমি চব্বিশে আসো সরিয়ে স্বৈরাচার,
স্বাধীনতা তুমি পরাধীন থেকে করলে মোদের পার।
স্বাধীনতা তুমি আত্মার দামে রক্তে পাওয়া জয়,
স্বাধীনতা তুমি জিতেছ জিতেছ নেই আর কোন ভয়।
স্বাধীনতা তুমি লাশের মিছিলে পিছু না হওয়া পা,
স্বাধীনতা তুমি তাদেরই ত্যাগ কখনোই ভুলো না।

কেএসকে/এমএস

Read Entire Article