চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

3 weeks ago 8

 

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। সহঅধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।

সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন, তখন শুভমানই ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ শুভমান খেলেননি। তার বদলে অক্ষর প্যাটেলকে সহঅধিনায়ক করা হয়েছিল। তাই এশিয়া কাপের দলে শুভমান থাকবেন কিনা, সেটির দিকে নজর ছিল সবার।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেওয়া হয়নি, স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে।

আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়াস আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিং এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তার উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তারা হলেন-প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচজনের মধ্যে কাউকে নেওয়া হবে।

ভারতের এশিয়া কাপের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।

এমএমআর

Read Entire Article