চমক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

5 hours ago 6

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে। জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন ঘোষিত দলে।

এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশ এ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান এ দল এবং শ্রীলঙ্কা এ দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিন ম্যাচে মাঠে নামবে আকবররা।

আকবর আলী ছাড়াও পরিচিতদের মধ্যে ঘোষিত দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। উঠতি তারকাদের মধ্যে আছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন। 

বাংলাদেশ দল : জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Read Entire Article