চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ

3 hours ago 4

সাহিত্যকর্মে অবদানের জন্য চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৪ পেয়েছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরীন জাহান এই পুরস্কার তার হাতে তুলে দেন।

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন দেশের ১০ গুণি ব্যক্তি। তারা হলেন- ২০২৩ সালে কবিতায় আশরাফ আহমদ, কথা সাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন এবং ২০২৪ সালে কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন।

হাসনাত আমজাদ মূলত একজন ছড়াকবি ও শিশুসাহিত্যিক। চার দশকেরও অধিক সময় থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা ছড়া, কিশোর কবিতা, সমকালীন ছড়া, গল্প, প্রবন্ধ প্রতিনিয়তই চোখে পড়ে।

এ পর্যন্ত তার মোট প্রকাশিত গ্রন্থ ১৪টি। লেখালেখির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৩, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৩, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালির কণ্ঠ লেখক পুরস্কার ২০১৮, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি প্রদত্ত শিশুসাহিত্য সম্মাননা ২০২২, মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২২। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে ইতঃপূর্বে পেয়েছেন নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা ২০১৭, সোনারপুর কাব্যমঞ্চ কোলকাতা প্রদত্ত শিউলি স্মৃতি স্মারক সম্মাননা ২০১৭ ইত্যাদি।

এফএ/এএসএম

Read Entire Article