চলতি বছর শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব
সৌদি আরব এ বছর ১০০-এর বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে এএফপির প্রতিবেদনে জানা গেছে। এটি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি এবং মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের ঘটনা অভূতপূর্ব। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরানে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে। এএফপির হিসাবে ২০২৪ সালের এ পর্যন্ত মোট ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০২৩ এবং ২০২২ সালের সংখ্যার প্রায় তিনগুণ। এই দুই বছরে যথাক্রমে ৩৪ জন করে বিদেশিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। বার্লিনভিত্তিক