চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন

3 months ago 63

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে পৌর সদরের শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছাদ থেকে পড়ার পর ট্রেনে কাটা পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মাথায়ও গুরুতর জখম হয়েছে তার। আহত ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আহমদ হোসেন জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাচ্ছিল ওই কিশোর। এসময় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এতে ট্রেনের চাকায় তার এক পা কেটে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

Read Entire Article