চলে আসুন আমাদের কাছে, সম্মান দেব : হাসনাত আব্দুল্লাহ

2 hours ago 7
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি-জামাতের লোকদের রাজনীতিতে ত্যাগ ছিল। যারা রাতে ঘুমাতে পারেননি, বছরের পর বছর জেল খেটেছেন, গণতন্ত্র ভোটের অধিকারের জন্য আমরা তাদের সম্মান জানাই। এ বিষয়টাকে আমরা ধারণ করি; কিন্তু আপনি যে দল করছেন, তারা ধারণ করে না। আপনি চলে আসুন আমাদের কাছে, আমরা আপনাকে সম্মান দেব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা শহরের সড়ক কুমার সুমিত রায় জিমনেশিয়ামে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এনসিপির রাজনৈতিক দলের জোটে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যারা সংস্কারের পক্ষে আছে, আমাদের সঙ্গে জোট করতে চায়, তাদের জন্য আমরা দরজা উন্মুক্ত রেখেছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ১০ বছরের মধ্যে যদি আমরা সরকার গঠন না করতে পারি, তাহলে রাজনীতি থেকে ইস্তফা দেব। সংস্কারে যারা বাধা দিয়েছে, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, আমরা তাদের বিচার অবশ্যই করব। সমন্বয় সভায় এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ, ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং খাগড়াছড়ির প্রধান সমন্বয়কারী মনজিলা ঝুমা, বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হক, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক কলিন চাকমা প্রমুখ। 
Read Entire Article