চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাজেশ 

2 months ago 6

দক্ষিণী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাজেশ উইলিয়ামস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (২৯ মে) চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ভারতীয় গণমাধ্যমের খবর, আজ সকালে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু ঘটে তার। মৃত্যুকালে মেয়ে দিব্যা ও ছেলে দীপককে রেখে গেছেন তিনি।

দীপক ২০১৪ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ীও। ২০১২ সালে রাজেশের স্ত্রী জোয়ান সিলভিয়া ভানাথিরায়ার মৃত্যুবরণ করেন।। 

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত। তিনি বলেছেন, ‘আমার প্রিয় বন্ধু রাজেশের অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছি না। আমার হৃদয় ব্যথিত। রাজেশ অনন্য একজন মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাই।’

‘আভাল উরু থোদারকাধাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজেশ। তার অভিনীত ‘থান্নির থান্নির’, ‘আন্ধা ৭ নাটকাল’, ‘পায়ালানঙ্গাল মুদিভাধিল্লাই’ সিনেমাগুলো অন্যতম। রাজেশ মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় করতেন। তবে ‘কান্নি পারুভাথিলে’ সিনেমায় নায়ক হিসেবেও দেখা গেছে তাকে। 

Read Entire Article